ভোক্তা অধিকার মহাপরিচালকের অশ্লীল ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২১, ০৩:৪৫ পিএম

ভোক্তা অধিকার মহাপরিচালকের অশ্লীল ফোনালাপ ফাঁস

নারী সহকর্মীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। অডিওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা ও তার নারী সহকর্মীদের বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের ওপর উত্তেজিত হন মহাপরিচালক বাবুল কুমার সাহা।

অডিও ফাঁসের বিষয়ে জানতে বাবুল কুমার সাহা ও ভুক্তভোগী নারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রণীত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। আইন অনুযায়ী, ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারেন তা হলো- বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা।

Link copied!