মিরপুরে বিজিবির বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২২, ০২:২৭ এএম

মিরপুরে বিজিবির বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলা বিক্ষোভে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাস ভাঙচুর করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের ১টি ও পার্ক করা আরো ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। 

পুলিশ বলছে, শ্রমিকদের আন্দোলনে কারও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এর আগে, শনিবার দুপুরের পর থেকে গার্মেন্টস কর্মীরা মিরপুর ১৩, ১৪, ১০ নম্বরে অবস্থান করে। এ সময় বন্ধ থাকে যানচলাচল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বেতন বাড়ানোর দাবি জানান তারা।

 

 

 

Link copied!