মৃধাকেও অব্যাহতি দিলো জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৪:৩৯ এএম

মৃধাকেও অব্যাহতি দিলো জাতীয় পার্টি

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমানের (রাঙ্গা) পর এবার দলটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হককে (মৃধা) অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে জিয়াউল হক দু’বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি জাতীয় পার্টির সম্মেলন আহ্বান করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় রওশন এরশাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জিয়াউল হক। তাকে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক করেছিলেন রওশন এরশাদ।

এদিকে সম্মেলন আহ্বানের জেরে রওশন এরশাদকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরাতে স্পিকারের কাছে আবেদন করেছে জাতীয় পার্টি। তার জায়গায় জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দিয়েছে দলটি।

এ নিয়ে মতভিন্নতার জের ধরে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমানকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।

Link copied!