ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতা-কর্মীর নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৬, ২০২২, ১০:১০ পিএম

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতা-কর্মীর নামে পুলিশের মামলা

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকেলে বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। সেখান থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কয়েকজন নেতাও এ ঘটনায় আহত হয়েছেন। এসব নিয়ে তদন্ত হচ্ছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।

Link copied!