যারা আওয়ামী লীগ করে তারাই পিএসসিতে নিয়োগ পায়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৩, ১১:৫৩ পিএম

যারা আওয়ামী লীগ করে তারাই পিএসসিতে নিয়োগ পায়: মঈন খান

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন তৈরি করা হয় তাও ধ্বংস করে দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত তাদেরই পিএসসিতে নিয়োগ দেওয়া হয়। বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৮৪ মামলা রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় ড. মঈন খান এসব কথা বলেন। জিয়া প্রজন্ম দল নামে বিএনপিপন্থী একটি সংগঠন ‘বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।

রাজনীতি করার কোনো সুযোগ নেই উল্লেখ করে  ড. মঈন খান বলেন, “বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলায় ৩৫ লাখ ব্যক্তিকে আসামি করা হয়েছে।দলের মহাসচিবের বিরুদ্ধে ৮৪ টি মামলা। এতো কর্তৃত্ববাদী শাসন। ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশের আগে ৩০ নভেম্বর থেকে ২৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়, এক হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাহলে কোথায় আছে রাজনীতি?”

সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “বিচার বিভাগ অবস্থা দেখুন, সরকার যেভাবে রায় লিখে দেয়, শুধু তা পাঠ করে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন তৈরি করা হয়, তাও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে নিয়োগ দেওয়া হয় কে আওয়ামী লীগ করে।”

পুলিশ ও মিডিয়া প্রসঙ্গে মঈন খান বলেন, “পুলিশ বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা যত দুর্নীতি করুক, সরকার তাদের রক্ষা করবে, সব কিছু মাফ। এ দেশ এখন পুলিশি রাষ্ট্র। নির্বাচন কমিশন, ভোটের ফল আগে রাতেই লিখে সই করে দেয়। মিডিয়ার কী স্বাধীনতা আছে?”  দেশে এখন বাকশালের নামে অঘোষিত বাকশাল চলছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।

Link copied!