যুব উন্নয়নে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২২, ১২:৪৭ এএম

যুব উন্নয়নে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটি

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদানে অনিয়ম খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য এ. এম. নাঈমুর রহমানকে আহ্বায়ক এবং জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুমকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

রবিবার (২ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ নানা অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে অধিকতর দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রাপ্য এই পদায়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত হওয়ার পরও পদোন্নতি না দিয়ে চলতি দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ভুক্তভোগীদের পক্ষ থেকে সম্প্রতি এ ধরনের অনেক অভিযোগ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে একাধিক দরখাস্ত জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে গত ২৫ নভেম্বর যুব উন্নয়ন অধিদফতর থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা) পদে ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে (তৃতীয় শ্রেণির পদ) চলতি দায়িত্বে পদায়ন করা হয়। কিন্তু এটি করতে গিয়ে শত শত সিনিয়র কর্মকর্তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ মে এক হাজার ১২৩ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত করা হয়।

Link copied!