অফস্ক্রিনে চুমু দিতে চান উপস্থাপক জয় : মিষ্টি জান্নাত

শোবিজ ডেস্ক

মে ১৬, ২০২৪, ০৫:৪০ এএম

অফস্ক্রিনে চুমু দিতে চান উপস্থাপক জয় : মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকাই সিনেমার ‘কিং’ খ্যাত অভিনেতা শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। শাকিব খান নাকি তৃতীয়বার বিয়ে করতে চলেছেন। শাকিবের পছন্দ চিকিৎসক পাত্রী।

চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন শাকিবের ‘হবু বউয়ের’ নাম ডাক্তার মিষ্টি জান্নাত। যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রী আবার চিকিৎসকও।

তবে শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার না করলেও ‘গুঞ্জন’ হিসেবেই রাখতে চেয়েছেন মিষ্টি জান্নাত।

এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন, “ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।”

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তিনি বলেন, “সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চল লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।”

এই অভিনেত্রী আরও বলেন, “ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।”

Link copied!