যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের দুদিন পর মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২৩, ০৬:০৭ পিএম

যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের দুদিন পর মামলা দায়ের

অবশেষে কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার দুদিন পর নয়জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হল। বাকি আটজনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা।

বুধবার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা মামলা দায়েরের খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ওই মামলা করেন বলে তিনি জানান।

নিহত জামাল হোসেন (৩৮) উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। ওই ঘটনায় অবশ্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন।

প্রসঙ্গত,  গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন নিহত হয়েছেন। এদিন রাতে এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বোরকা পরে আসা দুর্বৃত্তরা গুলি করে তাঁকে।

আরও পড়তে পারেন

বোরকা পরে এসে গুলি দুর্বৃত্তদের, নিহত যুবলীগ নেতা

Link copied!