যে ওয়েবসাইটে শোনা যাবে বাংলায় হজের খুতবা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০২:১৩ এএম

যে ওয়েবসাইটে শোনা যাবে বাংলায় হজের খুতবা

পবিত্র হজ পালনে বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশের দশ লাখের বেশি মানুষ পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবেরমিনায়। ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা পাহাড়। শুক্রবার তাঁরা সমবেত হবেন আরাফাতের ময়দানে।

হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি থেকে জানা যায়, শুক্রবার আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ (বাংলাদেশ সময় আগামী শুক্রবার) এ খুতবা দেওয়ার পাশাপাশি মসজিদে নামিরাতে নামাজেরও ইমামতি করবেন।

গত বছরের মতো এবারও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে দুই বাংলাদেশি মনোনীত হয়েছেন। তাঁরা হলেন—মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান। 

মোহাম্মদ শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ওপর পিএইচডি করছেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেরও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, খলিলুর রহমান মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন। বাংলায় হজের খুতবা শোনা যাবে এ ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa

প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন।

শায়খ ড. আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি রাবেতা আল আলম আল ইসলামির সেক্রেটারি জেনারেল ও ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অরগানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Link copied!