রংপুর সিটির আলোচিত কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৩, ০৭:৩৩ পিএম

রংপুর সিটির আলোচিত কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর,মারপিট, চাঁদাবাজিসহ নানা অভিযোগে চার মামলার পরোয়ানাভুক্ত আসামি ও রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া  আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও তাজহাট থানা শাখা কমিটির সাধারণ সম্পাদক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি  জানান, মামলার ওয়ারেন্টের ভিত্তিতে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির অভিযোগে ২৪৪/২২ এবং এবং ১৮১/২২ নম্বর মামলা এবং বিদ্যুৎ কোর্টে বিল বকেয়া রাখার কারণে ৪০৫৪/২১ নম্বর মামলায় ওয়ারেন্ট ছিল।”

শিপলুর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা আরও জানান, “তিনি একটি মামলার এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টগুলো আগেই আদালত জারি করলেও প্রক্রিয়াগতভাবে ওয়ারেন্টগুলো আমাদের কাছে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আদালত থেকে ওয়ারেন্টপ্রাপ্ত হওয়ার পর পরই তাকে আইনের আওতায় আনা হয়েছে।

রসিক কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর আইনজীবী মাহামুদুল হক সেলিম গণমাধ্যমকে জানান, কাউন্সিলর শিপলুকে যে মামলায় কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে সে মামলা সম্পর্কে তিনি জানতেন না। এ মামলার চার্জশিটে কাউন্সিলরকে অভিযুক্ত করেছে পুলিশ। আদালতে কাউন্সিলরের  জামিন আবেদন করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে রেজিস্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউন্সিলর জাকারিয়া ইসলাম শিপলুর বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম প্রতিবেদনে তুলে ধরা হয়। এর পরই কাউন্সিলর শিপলু গত বুধবার (৫ এপ্রিল) সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই প্রতিবেদকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন দাখিল করেন। এর  প্রতিবাদে রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন সমাবেশ করে মামলার আবেদন প্রত্যাহার এবং কাউন্সিলর শিপলুর গ্রেপ্তার দাবি জানান।

Link copied!