রংপুরের নগরপিতা নির্বাচনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোট শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ০৮:১২ এএম

রংপুরের নগরপিতা নির্বাচনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোট শুরু

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায়। বিকেল  সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।

নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের(ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৫ এবং ঝুঁকিপূর্ণ ৮৬টি কেন্দ্রে ১৬ জনের বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।” এছাড়া, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অপরাধের বিচার করতে ১৬ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, নির্বাচনের নিরাপত্তায় টিম মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে নির্বাচনি এলাকায়। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, সিসি ক্যামেরায় কোনো অনিয়ম দেখা গেলেই গাইবান্ধা-৫ আসনের মত ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

প্রার্থী ও ভোটারের সংখ্যা

এবারে রসিক নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন মেয়র ও কাউন্সিলর পদে মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে লড়ছেন নয়জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা

এদিকে, রসিক নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত অতি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করবে ইসি। এই উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরের দিন কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির আলোকে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ২৬ ডিসেম্বর দিনগত মধ্যরাত ১২টা থেকে ২৭ ডিসেম্বর মধ্য রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ এবং ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া ২৬ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভুয়া প্রিসাইডিং অফিসার আটক

অন্যদিকে, রংপুরের মাহিগঞ্জে সহকারী প্রিসাইডং অফিসার সেজে এক প্রার্থীর কাছে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগে লালটু ওরফে রানা নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে নগরীর মাহিগঞ্জ থানা এলাকার মইন্দা গ্রাম থেকে তাকে আটক করে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

Link copied!