রমজানের প্রথম জুমায় করোনা থেকে মুক্তি লাভের প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২১, ০৯:৫৬ পিএম

রমজানের প্রথম জুমায় করোনা থেকে মুক্তি লাভের প্রার্থনা

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সারাদেশে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এদিন অনেক মসজিদেই মুসল্লিদেরকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা যায়। নামাজের আগে জীবাণুমুক্ত করা হয় কিছু মসজিদ।

মাস্ক পরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আদায় করা হয় জুমার জামাত। কোন কোন মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিতে ভিড় এড়াতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

তবে বিপরীতে রাজধানীর বেশ কিছু মসজিদে মুসল্লিদের উপচে পরা ভিড় ছিলো। ফলে সেখানে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলা পরিলক্ষিত হয়নি।

শুক্রবার (১৬ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে এ করোনা থেকে মুক্তিলাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বায়তুল মোকাররমে মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আদায়ের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন দ্য রিপোর্টের আলোকচিত্রী আসিফ ইফতেখার।

Link copied!