রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলি: নিহত ২

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৯:৫১ পিএম

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলি: নিহত ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো এলাকায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলি শুরু হয়। 

ঘণ্টাব্যাপী এই গোলাগুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক জেনন চাকমা ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এক কর্মী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শ্যামল চাকমা বলেন, “নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে বিজিবির সদস্যরা পৌঁছে গেছেন।”

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। 

Link copied!