রাজধানী থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২২, ১১:০১ পিএম

রাজধানী থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। তারা হলো- মো. আমিনুল ইসলাম বাবু, মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. হাসান, মো. আমির আলী ও  মো. লিটন মিয়া।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আমিনুল, সজল, দেলোয়ার ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা নাইলনের রশি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপর এক অভিযানে ৭নং সেক্টর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে হাসান, আমির ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা নাইলনের রশি ও ১টি কাটার নাইফ উদ্ধার করা হয়। তারা সকলে সালাম পার্টির সদস্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ওসি বলেন, ডাকাতরা সালাম পার্টির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাদের মধ্যে একজন প্রথমে ব্যাংকে অবস্থান নেয়। ব্যাংক থেকে টাকা তুলে কেউ যখন রিকশাযোগে যাতায়াত করে তখন তারা রিকশার যাত্রীকে টার্গেট করে পিছু নেয়। রিকশাসহ যাত্রী কোনো নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে যে কোনো একজন টার্গেট করা রিকশার যাত্রীর সামনে গিয়ে প্রথমে সালাম দিয়ে রিকশার গতিরোধ করে। এরপর তাদের সহযোগিরা একত্রিত হয়ে রিকশার যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

 

Link copied!