রাজধানীতে ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৩, ০৩:১৯ পিএম

রাজধানীতে ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

ফাইল ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

চলতি মাসে একধিকবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি একই দিনে দলীয় কর্মসূচি দিয়ে তা পালন করছে। আজ সোমবারও দেশের প্রধান এই দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করছে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি: 

রাজধানীর দুই স্থানে শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ। বিএনপি বিরোধী কর্মসূচি হিসেবে সোমবার (৩১ জুলাই) এ কর্মসূচি পালিত হচ্ছে।

গতকাল রবিবার রাতে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান দ্যা রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকালে রাজধানীর মিরপুর-১ এ ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। অপর শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বাড্ডায়। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে বিকেলে এই  শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিবেন।

এছাড়া, বিএনপির নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সব থানা ও ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়ছেন ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

বিএনপির জনসমাবেশ:

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রবিবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের স্থান পরিবর্তনের তথ্য জানানো হয়।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দলের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে পাঠানো ‘সংশোধন’ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভঅপতিত্বে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

এর আগে, গত শুক্রবার রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে  ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন-আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশ করে।

অন্যদিকে,একই দিন সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক  সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। জুম্মার নামাজের পরই শুরু হয় এই সমাবেশ।

এদিকে, সোমবার ফের রাজধানীর বিভিন্ন স্থানে  দলীয় কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি তা পালনের সিদ্ধান্তে নতুন করে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। গত শনিবার রাজধানীর সব প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িযে পড়েন। এসময় বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।

Link copied!