রাজধানীর পুরান ঢাকায় ফের আগুন, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৩, ০৪:০৮ পিএম

রাজধানীর পুরান ঢাকায় ফের আগুন, দগ্ধ ৬

দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর ওয়ারী এলাকায় টিপু সুলতান রোডে পুরাতন থানা ভবনের সামনের রাস্তায় গ্যাস লাইনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে ওই আগুন দুর্ঘটনায় ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-সোহেল (৩৫) আনারুল (২১) হেলাল (৪০) সুমন (২৪) আ রশিদ (৬৫)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার্ দিকে গ্যাস লা্ইনে আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫টি ইউনিট কাজ করে বুধবার ভোর ৫টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল)মো. শাহজাহান শিকদার বুধবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, “হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার মাটির নিচে থেকে নেয়ার সময় তিতাস গ্যাসে পাইপে লাগার কারণে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পর এ ব্যাপারে পরে ফাইনালি বলা যাবে।”   

স্থানীয় সূত্র জানায়, ওয়ারি এলাকার টিপু সুলতান রোডে একটি নির্মাণাধীন বাসার সামনে রাস্তার মাটি কেটে কয়েক দিন যাবত বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। ধারণা করা হচ্ছে সেখানে কাজ করার সময় কোনো কারণে গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। সেই আগুনেই তারা দগ্ধ হয়।

Link copied!