রাজশাহীতে বাসায় মিললো রাবি শিক্ষার্থীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২২, ০৯:৪৭ পিএম

রাজশাহীতে বাসায় মিললো রাবি শিক্ষার্থীর ঝুলন্ত দেহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রিক্তা আক্তার (২১) নামে আইন বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নগরীর ধরমপুর পূর্বপাড়ার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন গণমাধ্যমে ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী  রিক্তা আক্তারের গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়া গ্রামে।

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুর গণমাধ্যমকে বলেন, “মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মৃতের যেসব লক্ষণ আমরা দেখেছি তাতে এটিকে আত্মহত্যা মনে হয়নি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের পর জানা যাবে “ 

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের ইসতিয়াক রাব্বি নামে এক ছাত্রের সঙ্গে দুই বছর আগে রিক্তার পারিবারিকভাবে বিয়ে হয়। কলেজ জীবন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দুইজন একবছর ধরে বাসা ভাড়া করে একসাথে থাকতেন।

এদিকে,  নিহত রিক্তার স্বামীর বন্ধু বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আল-আমিন ইসলাম বলেন, “কয়েকদিন যাবত ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল। কাল(বৃহস্পতিবার) বিকেলে ও (রাব্বি) আমাদের সঙ্গে ঘুরতে বের হয়। ওইসময় সে  বলছিল ওর বউ নাকি অন্য একটা ছেলের সাথে ফেক আইডি খুলে কথা বলে। এটা নিয়ে দুপুরে ওদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।”

নগরীর মতিহার থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!