রাতের আঁধারে পথহারা ৫ ট্রলার; ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো নৌপুলিশ

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২৩, ০১:০৫ এএম

রাতের আঁধারে পথহারা ৫ ট্রলার; ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো নৌপুলিশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে পাঁচটি ট্রলারে করে গাইবান্ধার বালাসিঘাট যাচ্ছিলেন নারী ও শিশুসহ প্রায় ৮০০ ঈদযাত্রী। রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলে ট্রলারগুলো। অন্য ট্রলারদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে না আসায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন এক যাত্রী। পরে নৌপুলিশ এসে উদ্ধার করে যাত্রীদের।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

৯৯৯-এ ফোন পেয়ে কনস্টেবল মইনুল ইসলাম তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধার বালাসিঘাট নৌপুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তথ্যপ্রযুক্তির সাহায্যে ট্রলারগুলোর অবস্থান শনাক্ত করে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি থানাধীন কোচখালী এলাকা থেকে তাদের উদ্ধার করেন বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল। পাঁচটি ট্রলারে তিনশত নারী-শিশু সহ প্রায় ৮০০ যাত্রীকে উদ্ধার করে বালাসিঘাট পৌঁছে দেয়া হয়।

Link copied!