রোহিঙ্গা `আস্তানায়' মিলল দেশের সবচেয়ে বড় মাদকের চালান

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৭:৫৮ এএম

রোহিঙ্গা `আস্তানায়' মিলল দেশের সবচেয়ে বড় মাদকের চালান

বাংলাদেশ বর্ডার গার্ড—বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বিশেষ অভিযানে ৪৮ কোটি ৯০ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় মাদকের চালান বলে জানিয়েছে বিজিবি। সোমবার বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মাদকের চালানের মধ্যে রয়েছে- ৪৫ কোটি টাকা মূল্যের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গত ৩০ জানুয়ারি কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের জিরো লাইনে পাচারের জন্য একটি গুপ্ত ভাণ্ডারে জমা করেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির বালুখাল কাটাপাহাড় নামক স্থানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হোসেনের একটি আস্তানায় কমান্ডো রেইড (হানা) পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ফায়ার শুরু করে। পরে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে নবী হোসেন গ্রুপের সদস্যরা পার্শ্ববর্তী গোলপাতার বাগানের ভিতর দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি জানান, টহল দল রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হোসেনের আস্তানায় তল্লাশি করে ৪৫ কোটি টাকা মূল্যমানের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

Link copied!