রোহিঙ্গারা আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর সহজ শিকারে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ১০:৪০ পিএম

রোহিঙ্গারা আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর সহজ শিকারে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই না করা হলে এরা ইন্টারন্যাশনাল টেররিস্টদের ইজি প্রে হবে। আমরা বলবো না তারা প্রে হয়ে গেছে, আমরা সম্ভাবনার কথা বলছি। সম্ভাবনার আড়ালে আমরা দু-একটা ঘটনাও দেখছি।’ 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ মারামারি করছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানও পাওয়া গেছে। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে। 

পাহাড়ে আশ্রয় নেওয়া জঙ্গিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গিকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সরকার যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি। জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করছে সরকার। যেকোনো মূল্যে তাদের নির্মূল করা হবে।

Link copied!