শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে ৩ মামলার প্রতিবেদন ফের পেছাল

আদালত প্রতিবেদক

জুন ৭, ২০২২, ১০:২৪ পিএম

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে ৩ মামলার প্রতিবেদন ফের পেছাল

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা ৩ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদনের নতুন তারিখ আগামী ১৮ জুলাই ধার্য করা হয়েছে।

মঙ্গলবার মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে না পারয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শ্রভ্রা চক্রবর্তীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। মামলাগুলো হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর সঙ্গে দোকানদারদের কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়।

শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরের দিন মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নাহিদ হাসান নামে এক কুরিয়ারকর্মী।

এ ঘটনায় নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন।

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়েছে।

Link copied!