সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো বামজোটের হরতাল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২২, ০৫:৪৮ পিএম

সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো বামজোটের হরতাল

বামজোটের অর্ধদিবস হরতাল শেষ হলো বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে। এসময় একজন বিক্ষোভকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সকাল ছয়টা থেকে শুরু হয়েছিল।



হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এরপর পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন হরতালকারীরা। তারা সড়কে অবস্থান নিলেও মোড়ের প্রায় সব রাস্তাতেই চলেছে গাড়ি। তার মাঝখানে বক্তব্য আর স্লোগানে হরতাল পালন করেছেন বামজোটের নেতাকর্মীরা।



প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো সকাল আটটার দিকে আরও একবার কাঁটাবন থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিল। তখন পুলিশের বাধা পেরিয়ে শাহবাগ থেকে কারওয়ান বাজার সড়কে দিয়ে চলে যায়।

এ ছাড়া সকাল আটটার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয় মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়।



বেলা ১১টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের গাড়ি বায়তুল মোকাররম মসজিদের সামনে দিয়ে পল্টন মোড়ে আসে। হরতালের সমর্থকরা এ সময় তার গাড়ি আটকে দেন। গাড়ির সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা যাওয়ার চেষ্টা করলে হরতাল সমর্থকদের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Link copied!