সংসদ সদস্যদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত: এমপি শামীম

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৫, ২০২২, ১২:৫৭ এএম

সংসদ সদস্যদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত: এমপি শামীম

সংসদ সদস্যের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গাইবান্ধা ১ আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রাজনীতি সবসময় `ফুল টাইম জব’হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, “আপনি যদি সঠিকভাবে দেশের জন্য কিছু করতে চান, সঠিকভাবে সংসদে প্রস্তুতি নিয়ে যেতে চান, সঠিকভাবে দেশে-বিদেশে, গণমাধ্যম কিংবা সংসদে নিজের বক্তব্য তুলে ধরতে চান, এবং সংবিধানসংক্রান্ত বিষয়গুলোতে সময় দিতে চান, সেক্ষেত্রে অন্যকোনো পেশায় পুরোপুরি সময় দেওয়া সম্ভব নয়। এজন্য একটি রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। সাংসদদের সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, তাদের বেতন বর্তমান প্রেক্ষাপটে ন্যূনতম ১০ লাখ টাকা হওয়া উচিত।”

রাজনীতিবিদরা যাতে দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে, কিংবা অন্য কোনো পেশায় অতিরিক্ত সময় না দেয় এজন্য রাষ্ট্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

জাতীয় পার্টি সরকারি না বিরোধীদল এ নিয়ে তীব্র সমালোচনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় পার্টির নিজস্ব পরিচয় তৈরি করতে না পারার বিষয়টি দুঃখজনক। তবে জনস্বার্থে সরকারি বিভিন্ন ব্যর্থতায় এমন কোনো ইস্যু নেই, যেগুলো নিয়ে জাতীয় পার্টি কথা বলেনি।”

এসময় আমাদের দেশ স্মরণকালের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে উল্লেখ করে তিনি বলেন, “দেশে এ ধরনের প্রতিমা ভাঙচুর, কাওয়ালির মঞ্চ ভাঙচুর এরকম কখনও দেখা যায়নি।”

এমনকি আসন্ন নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি হতে দেখা যায়নি, দেশের স্বার্থ নিয়ে কোনো আলোচনা নেই বলেও হতাশাব্যক্ত করেন তিনি।

Link copied!