সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২২, ০৫:২৫ পিএম

সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড়

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড় রয়েছে। তবে অনেকটা স্বস্তিতেই নগরে ফিরতে পারছেন বলে জানান ঢাকামুখী কর্মজীবীরা। এদিকে পূর্বপরিকল্পনা থাকায় এবার এড়ানো গেছে বিশৃঙ্খলা এমনটি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (০৭ মে) ভোর ৫টার দিকে রাজধানীর সদরঘাট টার্মিনালে পৌছায় বেশ কয়েকটি লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদের উৎসব উদ্‌যাপনের আনন্দ নিয়ে আবার নগরে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোর থেকে ঢাকায় ফিরে আসা মানুষের ভিড় রয়েছে লঞ্চঘাটে। যাত্রীরা বলেন, ভিড় আছে তবে ছুটি বেশি থাকলে আরেকটু সময় বাড়িতে বেশি থাকা যেত। কাজের জন্য ফিরে আসতে হলো। লঞ্চের ছাদেরও যাত্রী আছে। আগের চেয়ে পরিবেশ অনেক ভালো এখন। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঈদের পর পরিবার-পরিজন ছেড়ে দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে তাদের, এজন্য মনটা একটু খারাপ। তাই অনেকটা আক্ষেপের সুর তাদের কণ্ঠে।
 
সদরঘাটে ঢাকায় ফেরা অনেক যাত্রী অভিযোগ করেন, কিছু লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় যাত্রাপথে ভোগান্তি কম থাকায় অনেকটা স্বস্তিতেই ঈদ উদ্‌যাপন করতে পেরেছেন বলে জানান সাধারণ যাত্রীরা। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পূর্বপরিকল্পনা নিয়ে কাজ করায় এড়ানো গেছে বিশৃঙ্খলা। ঘাটে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, যাত্রীরা কীভাবে ভোগান্তি ছাড়া যাওয়া-আসা করতে পারবেন সেটাই আমরা দেখেছি। তারা স্বস্তিতেই ফিরছেন।  এদিকে লঞ্চ ঘাটে ভেড়াতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য তৎপর ছিল বিআইডব্লিউটিএ।
Link copied!