সমালোচনার পাশাপাশি সাফল্যের কথাও বলুন: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ১১:১৫ পিএম

সমালোচনার পাশাপাশি সাফল্যের কথাও বলুন: হাছান মাহমুদ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের দুর্বলতা হচ্ছে আমরা উন্নয়নের কথা বলতে পারি না। সমালোচনা থাকা ভালো কিন্তু এর পাশাপাশি প্রতিটি মানুষের ভাগ্যের চাকাটা বদলে গেল সেটির সঠিক চিত্র প্রদর্শন করা হলো না, এটি বুদ্ধিভিত্তিক অপরাধ।’

সোমবার (১৯ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার মাইলফলক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

সমালোচনার পাশাপাশি সাফল্যটাও তুলে ধরতে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ যে বদলে গেছে সেই বিষয়টাও যেন সাংবাদিকরা তুলে ধরেন। আমাদের ও ভুল আছে, আজ থেকে ১০০ বছর পূর্বে এবং পরে কেউ বা কোনো সরকার বলতে পারবে না যে সে নির্ভুল কাজ করেছে বা করতে পারবে। আমাদের ভুল আছে তুলে ধরবেন, তবে সাফল্যটাও যেন পিছিয়ে না পড়ে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বদলে গেছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, বদলে যাওয়া দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং দরকার। সেটি হচ্ছে ডেল্টা প্লানিং। নদী থেকে কতটুকু জমি উদ্ধার করা সম্ভব, সাগর থেকে কতটুকু।’

বিশেষ অর্থনৈতিক জোন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘১০০টি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণা দেয়া হয়েছিল তখন অনেকে ভ্রুঁ কুচকেছেন আসলেই কি সম্ভব? এখন এর মধ্যে ২৫-৩০টি হয়ে গেছে। এটি ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।’

Link copied!