সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২২, ০৫:২৮ এএম

সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে আলটিমেটাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি করেছেন সাংবাদিক সংগঠনের নেতারা। আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে ঈদের পর সারা দেশে সাংবাদিকেরা কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে–একাংশ)। এ ঘটনার বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চোধুরী। তিনি বলেন, ‘২৪ এপ্রিলের মধ্যে দায়ীদের আইনের আওতায় না আনলে পুরো দেশে আমরা একসঙ্গে আন্দোলন শুরু করব।’

বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের দৃষ্টি আকর্ষণ করে সোহেল হায়দার চোধুরী বলেন, ‘বিএফইউজের নেতৃত্বে ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলন চাইছি আমরা। যদি ২৬ এপ্রিলের মধ্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হবে। এরপর দু–তিন দিন অপেক্ষা করব। এই সময়ের মধ্যেও যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দুর্বার আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ খোলা নাই।’

প্রশাসনের উদ্দেশে ডিইউজের সভাপতি আরও বলেন, ‘অনেক সময় দিয়েছি। অনেক সয়েছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরাই কেন বারবার নির্যাতনের শিকার হব?’ অধিকার আদায়ে সংবাদিকদের সব সংগঠনের ঐক্য প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্য না হলে গণমাধ্যম আইনের সংশোধনীর দাবিও আদায় করতে পারব না। বারবার হয়রানি-নির্যাতন-হত্যার শিকার হব, তারও বিচার পাব না।’

Link copied!