সাভারে টিকা কেন্দ্রে মানুষের ঢল, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১২:১৯ এএম

সাভারে টিকা কেন্দ্রে মানুষের ঢল, আহত ৭

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ বন্ধ ঘোষণার পর আজও ঢাকার সাভারের টিকা কেন্দ্রে সকাল থেকেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষের ভিড়ের কারণে টিকা কেন্দ্রে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। টিকা নিতে আসা লোকজনের ধাক্কাধাক্কিতে নারী ও শিশুসহ সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, মঙ্গলবারের মতো আজও সকাল থেকে টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ জড়ো হন সাভারের ওই টিকা কেন্দ্রে। ভিড় নিয়ন্ত্রণে আনতে না পারায় সৃষ্টি হয় বিশৃঙ্খলার।

সাভার পৌর এলাকার রাজাশন মহলার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “টিকা কেন্দ্রে কোনও শৃঙ্খলা নেই। গতকালও টিকা নিতে এসে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে গেছি। তবে আজ সকাল থেকে অপেক্ষা করার পর দুপুর আড়াইটার দিকে অনেক চেষ্টার পর টিকা নিতে পেরেছি।”

সাভারের নামাবাজার এলাকার বাসিন্দা সৈকত জানান, তিনি ভিড় এড়ানোর জন্য সকালের দিকেই টিকা কেন্দ্রে আসেন। তিন ঘণ্টা অপেক্ষা করার পর টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। টিকা কেন্দ্রে মানুষের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন নারীকে তিনি অসুস্থ হয়ে পড়তে দেখেছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘আমাদের এখানে পর্যাপ্ত টিকা রয়েছে। হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়েছে, “যারা কেন্দ্রে এসেছেন সবাই টিকা পাবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না।” বার বার এমন ঘোষণা দেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। টিকা নিতে আসা লোকজনের ধাক্কাধাক্কিতে আজও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও টিকা কেন্দ্রের পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সারিবদ্ধভাবে যাতে সবাই টিকা নিতে পারেন, সেটি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’

Link copied!