সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কুমিল্লার মেয়রের পিএস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২১, ০৯:৫৯ পিএম

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কুমিল্লার মেয়রের পিএস গ্রেপ্তার

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলার সময়ে কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে খাগড়াছড়ির সাজেক থেকে মঈনুদ্দীন আহমেদ বাবুকে পুলিশ গ্রেপ্তার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

ওসি আনোয়ারুল আজিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলেও  তিনি জানান।

কোতয়ালি থানা পুলিশ সূত্র জানায়, চলতি বছরের গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পরে মঈনুদ্দীন আহমেদ বাবু পরিবার নিয়ে খাগড়াছড়ির সাজেকে আত্মগোপন করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আরও জানান,বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তার বিরুদ্ধে অন্য মামলাটি করেন পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।

কোতোয়ালি থানা পুলিশ আরও জানায়, কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুই জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা পুলিশ জানাতে পারেনি।

Link copied!