সীমান্তের সাত জেলায় সর্বাত্মক লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২১, ০৭:১৭ পিএম

সীমান্তের সাত জেলায় সর্বাত্মক লকডাউনের সুপারিশ

ভারতের সঙ্গে সীমান্তবর্তী সাত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ওইসব জেলাকে সর্বাত্মক লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এছাড়াও বিশেষজ্ঞ কমিটি নোয়াখালী ও কক্সবাজার জেলায় করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওযায় উদ্বেগ জানিয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সুপারিশে সাড়া দিয়ে রবিবার (৩০ মে) এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

সীমান্তবর্তী সাত জেলা হলো-- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। সরকার এরই  মধ্যে ভারতের সীসান্তবর্তী এই সাত জেলাকে কঠোর নজরদারির মধ্যে রেখেছে।

দেশের করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।পাশাপাশিকরোনার ভারতীয় ধরণ বেশ  জোরেসোরেই হানা দিচ্ছে দেশে। শুক্রবার (২৮ মে) পর্যন্ত দেশে নতুন করে আরও ১৩ জনের দেহে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জ  জেলার।

এদিকে, ভােরতের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে ঘোষিত সাত দিনের বিশেষ লকডাউনের ৬ষ্ঠ দিন রবিবারও (৩০ মে) শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের রাস্তা অনেকটায় ফাঁকা, শুধুমাত্র আম পরিবহনের সাথে সংশ্লিষ্ট ছোট ভ্যান বা অটোরিকশা চলাচল করছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন ভারি যানবাহন চলাচল করছে না।

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় তার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তবে সোমবার এর সময়সীমা শেষ হওয়ার আগেই এই জেলাতে আরও এক সপ্তাহের লকডাউন আসতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।  

Link copied!