স্বাস্থ্যবিধি না মানলে ঈদযাত্রা ‘অন্তিম যাত্রা’ হতে পারে:কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২১, ১২:৫৮ এএম

স্বাস্থ্যবিধি না মানলে ঈদযাত্রা ‘অন্তিম যাত্রা’ হতে পারে:কাদের

স্বাস্থ্যবিধি না মানলে মানুষের ঈদযাত্রা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৮জুলাই)রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষাসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জনগণকে করোনাভাইরাসের সজাগ থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া ভয়ংকর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের যেসব হাসপাতালে বেড, আইসিইউ ও অক্সিজেন নেই সেসব হাসপাতালে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার মহাসড়কে যানজট নেই।পরিবহনে অতিরিক্ত ভাড়া ও নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ  দেন ওবায়দুল কাদের।

Link copied!