সড়ক অবরোধ, দিনাজপুরে বাস চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৫:৪৭ পিএম

সড়ক অবরোধ, দিনাজপুরে বাস চলাচল বন্ধ

নেতাকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। একইসঙ্গে সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

বুধবার দিনগত রাত ১টায় টার্মিনালের সামনে দিনাজপুর-রংপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস দিয়ে বেরিকেড দেন পরিবহন শ্রমিকরা।

জানা গেছে, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে এক যাত্রীকে বাসে তুলেন নেন এক বাস হেলপার। এ নিয়ে স্ট্যান্ডে থাকা সিএনজিচালকরা ওই হেলপারকে মারধর করেন। পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাব্লু এগিয়ে এলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার মাথায় আঘাত করেন সিএনজিচালকরা।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম বলেন, “আমাদের এক শ্রমিক নেতাকে অন্যায়ভাবে মারধর করার প্রতিবাদে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এই ঘটনার জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি আমাদের।”

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, “শ্রমিকদের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল। তা আমরা গ্রহণ করেছি। তারা কী কারণে আন্দোলন করছে, তা জানার চেষ্টা চলছে।”

Link copied!