হজযাত্রী বাড়াতে এবার কমানো হলো খরচ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৩, ০৯:৪৮ পিএম

হজযাত্রী বাড়াতে এবার কমানো হলো খরচ

হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের মিনাতে তাঁবু খরচ কমায় সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমলো। এছাড়াও নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) থেকে এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

খরচ কমানোর পর সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।

চার দফা সময় বাড়ানোর পরও এবারের হজে বাংলাদেশ থেকে নির্ধারিত কোটা পূরণ হয়নি। কোটা পূরণের লক্ষ্যে এবার খরচ কমানো ও সময় বাড়ানো হলো।

Link copied!