হজের কোট পূরণে আজ ‘একদিনের বিশেষ’ সুযোগ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২৩, ০৬:০৯ পিএম

হজের কোট পূরণে আজ ‘একদিনের বিশেষ’ সুযোগ

হজের কোটা পূরণে ধর্ম মন্ত্রণালয়ঘোষিত ‘একদিনের বিশেষ’ সুযোগ চলছে আজ মঙ্গলবার। আর এর মধ্য দিয়েই চলতি বছর হজ যাত্রীদের নিবন্ধনের কাজ শেষ হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার আগামী ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রথম হজ নিবন্ধন শুরু হলেও  বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ কোটা এখনো পূরণ হয়নি। আর কোটা পূরণে সরকার ৮ বার সময় বাড়ালেও কোটা পূরণ করা যায়নি। এমতাবস্থায় কোটা পূরণে ফাঁকা থাকা  চার হাজারের বেশি হজযাত্রীর জন্য মঙ্গলবারই (২৫ এপ্রিল) সর্বশেষ সুযোগ।

ধর্মমন্ত্রণালয় থেকে জানা গেছে, আসছে ৯মে’র মধ্যে সৌদি সসরকারকে জানিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে এবছর কতজন হজের জন্য সৌদি আরবে যাবেন। তাই কোটা পূরণে আজকের দিনই শেষ সুযোগ হজের নিবন্ধনের জন্য।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

 

ধর্মমন্ত্রণালয়ের হিসেব মতে, সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। অর্থাৎ এখনো নিবন্ধনের বাকি আছে ৭ হাজার ৫০৩ জনের। অবশ্য এর মধ্যে প্রায় অর্ধেকের মতো কোটা সরকারি এবং বেসরকারি হজ ব্যবস্থাপনা টিম সদস্যদের দিয়ে পূরণ হবে। সে হিসাবে নিবন্ধনের জন্য প্রকৃত কোটা বাকি আছে ৪ হাজারের কিছুটা বেশি।

Link copied!