হিন্দুসহ সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

ইউএনবি

অক্টোবর ১৯, ২০২১, ১১:১৪ পিএম

হিন্দুসহ সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার সময় ও পরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনার সাদ হামমাদি বলেন, হিন্দু সম্প্রদায়, তাঁদের ঘরবাড়ি, মন্দির ও পূজামণ্ডপে বিক্ষুব্ধ লোকজনের হামলার ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। গত কয়েক বছরে ব্যক্তির ওপর হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রমাণিত হয় যে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সাদ হামমাদি আরও বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পরিস্থিতি সে বিষয়ে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও হামলাকারীদের বিচার নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।

সাদ হামমাদি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে এসব হামলার ঘটনার তদন্ত করতে হবে। হামলার ঘটনায় সন্দেহভাজন ও জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতে হবে।

Link copied!