হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু, লাগবে করোনা সনদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ১১:৫৭ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু, লাগবে করোনা সনদ

দীর্ঘ দুই বছর পরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল শুরু হয়েছে। এখন দুই দেশের ট্যুরিস্টসহ সকল ভিসাপ্রাপ্ত পাসপোর্ট যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। তবে সকল পাসপোর্ট যাত্রীদের থাকতে হবে করোনার সনদ।

আজ বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর উন্মুক্ত করা হয়েছে।

করোনার কারণে এতোদিন বন্ধ থাকলেও গত ১ বছর থেকে শুধুমাত্র ভারতে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাওয়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা হিলি দিয়ে দেশে ফিরতে পারতেন।

করোনার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে থেকে শুধুমাত্র আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত।

Link copied!