হেফাজতে ইসলামের নায়েবে আমির ইয়াহইয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৩, ০৮:০৯ পিএম

হেফাজতে ইসলামের নায়েবে আমির ইয়াহইয়া মারা গেছেন

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) মারা গেছেন। শুক্রবার (২ জুন) রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাওলানা  ইয়াহইয়া চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকও ছিলেন। 

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন ইয়াহইয়া। এরপর তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

মাওলানা  ইয়াহইয়া ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই সেদিন ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।

১৯৭৩ সালে ইয়াহইয়া শিক্ষাজীবন শেষ করে হাটহাজারীর গড়দুয়ারা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। গড়দুয়ারা মাদ্রাসায় ১০ বছর শিক্ষকতার পরে তিন বছর মাদার্শা মাদ্রাসা ও হাজী ইউনুস সাহেব (রহ.) প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসায় ছয় বছর শিক্ষকতা করেন। ১৯৯১ সালে হাটহাজারী মাদ্রাসায় দায়িত্ব পালন শুরু করেন।

Link copied!