হেফাজতের আমির: ভাগ্নে জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত মামা মুহিবুল্লাহ বাবুনগরী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ০১:৪০ এএম

হেফাজতের আমির: ভাগ্নে জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত মামা মুহিবুল্লাহ বাবুনগরী

 

হেফাজতে ইসলামের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। রবিবার (২৯ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনটির সর্বোচ্চ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।  

 

মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল আউয়ালসহ সংগঠনটির কেন্দ্রীয় ও খাস কমিটির অনেকে অংশ নেন।

 

বৈঠকে নতুন আমির নির্ধারণ ছাড়াও প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর কোনো স্মরণ সভা করেনি সংগঠনটি।

 

এসময় কাদিয়ানীদের অপ-তৎপরতা বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়া, কওমি মাদ্রাসা খোলার বিষয়ে আলোচনাসহ ঢাকায় মুহতামিম সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এর আগে ১৯ আগস্ট জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর দিন রাতে সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মজলিসে শুরার সদস্যদের সঙ্গে ফোনালাপ করে প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করেন।

 

শনিবার (২৮ আগস্ট) মুহিব্বুল্লাহ বাবুনগরী ঢাকায় পৌঁছালে তার সঙ্গে মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর আলোচনা হয়। রবিবার (২৯ আগস্ট) প্রথমে সংগঠনটির খাস কমিটিতে মুহিব্বুল্লাহ বাবুনগরী ভারমুক্ত হওয়ার বিষয়ে প্রস্তাব করা হয়। পরে জোহরের নামাজের পর কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে ভারপ্রাপ্ত থেকে চূড়ান্তভাবে আমির হিসেবে নির্বাচিত হন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমেদ শফী ২০২০ সালের সেপ্টেম্বরে মারা গেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হলে ওই কমিটিতে আমির নির্বাচিত হন জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হন নূর হোসাইন কাসেমী। ওই বছরের ১৩ ডিসেম্বর নূর হোসাইন কাসেমী মারা যান।

 

এর আগে রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদ্রাসায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্পর্কে হেফাজতের সদ্য প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। এর আগে তিনি হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন। আল্লামা মুহিব্বুল্লাহ ১৯৩৪ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

 

মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক। তিনি ইসলামী ঐক্যজোট, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া-লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশেসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

 

 

 

Link copied!