হেফাজতের আরেক শীর্ষস্থানীয় নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৪, ২০২১, ০৩:০২ এএম

হেফাজতের আরেক শীর্ষস্থানীয় নেতা রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদীর পর এবার সহ-অর্থসম্পাদক মুফতি ইলিয়াস হামিদীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। হেফাজতে ইসালামের এই নেতা কেন্দ্রীয় কমিটির সহ-অর্থসম্পাদকের পাশাপাশি ঢাকা মহানগরী কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসান হেফাজত নেতা ইলিয়াস হামিদীকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন। এদিন দুপুরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন সময়ের আবেদন করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এরপর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের মদনপুর থেকে ইলিয়াস হামিদীকে আটক করা হয়।

মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ জানান, ‘সেদিন নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র‍্যাবের একটি দল সাদা পোশাকে মুফতি ইলিয়াসের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে আমরা যে কজন গাড়িতে ছিলাম তাদের র‍্যাব আটক করেনি।’

এর আগে গত সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদীকেও সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

পরে গোয়েন্দা পুলিশ জানায়, ২০১৩ এর ৫ মে রাজধানীর মতিঝিলে তাণ্ডব চালানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরদিন সোমবার তার ৭ দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত।

Link copied!