১ দিন বেড়ে ঈদের ছুটি দাঁড়ালো ৫ দিনে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৩, ০৮:৫৭ পিএম

১ দিন বেড়ে ঈদের ছুটি দাঁড়ালো ৫ দিনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। নতুন ছুটির দিন যুক্ত হয়ে এখন ছুটি দাঁড়ালো ৫ দিনে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ২০ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গেল ২৪ মার্চ রোজা শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি নির্ধারিত হয়েছিল। ঈদের তিন দিনের সরকারি ছুটির দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

এ ক্ষেত্রে ২০ এপ্রিল ছুটি দেওয়ায় ঈদের ছুটির সাথে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটিও যুক্ত হলো। সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

Link copied!