৫ লাখ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৩, ০২:০৩ এএম

৫ লাখ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

অবৈধ গ্যাস লাইন ব্যবহার করায় ৫ লাখ ২০ হাজার ৪০২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অক্টোবর ২০২১ থেকে জুন ২০২৩ পর্যন্ত এই সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। ৮২ হাজার ৪৮২টি সংযোগ বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়, বিচ্ছিন্নকৃত সংযোগের পরিমাণ ৬ লাখ ২ হাজার ৮৮৪টি।

সোমবার (১০ জুলাই) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং রাজস্ব আদায় সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারওয়ান বাজার নিজস্ব ভবনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ এ তথ্য জানায়।

তিনি আরও বলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জে ৩ লাখ ৮ হাজার ৭৫৩টি, গাজীপুরে ১ লাখ ৪৯৪টি, ময়মনসিংহে ৩৭২টি, ঢাকা দক্ষিণে ১২ হাজার ৭৭৪টি, ঢাকা উত্তরে ৯৭ হাজার ৯৯টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর বাইরে অবৈধ ব্যবহারের জন্য ৬৪৪টি সংযাগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এরমধ্যে শিল্পে ২৫০টি, বাণিজ্যে ৩২৯টি, ক্যাপটিভে ৫৫টি, সিএনজিতে ১০টি। এছাড়া বকেয়ার কারণে, শিল্প বাণিজ্য, ক্যাপটিভ এবং সিএনজির আরও ৪৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ৫৫ থেকে ৬০ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে , ২০২১ সালের অক্টোবরে থেকে গত জুন পর্যন্ত ২২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্নভাবে শাস্তির আওতায় আনা হয়েছে, এর মধ্যে ৮ জনকে বরখস্ত করা হয়েছে। তিতাসকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সব প্রচেষ্টা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গতকালও আমি ৯১ জনকে বদলি করেছি।

সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনায় ৬.৪৬ কোটি টাকা ব্যয় করে ৩১২.৮১ কোটি টাকা অতিরিক্ত বিল ও ৯১.২৫ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এর মধ্যে ১৪৭.৮০ কোটি টাকা অতিরিক্ত বিল ও ৩৭.৪১ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Link copied!