‘আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২২, ০১:৪৮ এএম

‘আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই’

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন না পাওয়ায় আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নসরুল হামিদ বলেন, “আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন পাচ্ছি না। এজন্য আপাতত দাম কমছে না।”

 

সম্প্রতি জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয় ঘটনা নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় গ্রিডে হঠাৎ কী কারণে সমস্যা দেখা দিয়েছে তা চট করে বলা যাবে না। তদন্ত শেষে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।”

বিশ্ব ব্যাংকের দীর্ঘসূত্রতা ও করোনার কারণে বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ পিছিয়ে যায় উল্লেখ করে নসরুল হামিদ অরও বলেন, “বিষয়টিতে এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে আরও প্রায় দুই বছরের মতো সময় লাগতে পারে।”

Link copied!