‘আমার কলিজার টুকরারা কইরে’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২২, ১২:৪৩ এএম

‘আমার কলিজার টুকরারা কইরে’

‘আমার কলিজার টুকরারা কইরে, আমার জান পাখিরা কইরে, আমার হিরা মানিক কইরে?’ এভাবেই বিলাপ করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর চরকাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত একই পরিবারের ৩ বোনের বাবা শেখ ফরিদ।  

মঙ্গলবার দুপুরে থানা থেকে মেয়েদের মরদেহ নিয়ে যাওয়ার সময় বুক চাপড়ে চিৎকার করে কান্না করছেন বাবা শেখ ফরিদ।

কুমিল্লার মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে প্রাণ হারানো চারজনই একই পরিবারের। দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭) ও তামান্না আক্তার (১০)। নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি এলাকায় বসবাস করেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রলারডুবি: নিহত বেড়ে ৪

নিহত তিন বোনের বাবা শেখ ফরিদ বলেন, “গত সোমবার আমি চিকিৎসক দেখাতে ঢাকা মেডিকেল গেছিলাম। তাদের মা বাড়িতেই ছিল। আমার তিন মেয়ে ও তাদের নানু জুলেখা মামার বাড়ি কুমিল্লার তিতাস এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ট্রলার-ডুবির ঘটনা ঘটে। এ ঘটনার আমার তিন মেয়ে ও তাদের নানু মারা যায়।”

তিনি বলেন, “আমার দুই মেয়ে ঢাকার চিটাগাং রোড এলাকার একটি মাদরাসায় পড়তো। আর ছোট মেয়ে তামান্নাকে একজন মহিলা শিক্ষক বাসায় এসে পড়াতেন। স্বপ্ন ছিল, তারা অনেক বড় আলেমা হবে। আমার রাজকন্যাদের আল্লাহ নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “সোমবার দুইডা মাইয়ার মরদেহ লইয়া ঢাকা গেছি। ওই দুইডারে কবরে দিয়া আইজ আরেকটার মরদেহ লইয়া বাড়িত যাইতেছি। আমার চেয়ে হতভাগ্য বাপ আর কে আছে। এহন কে আমারে আব্বা কইয়া ডাকব।”

Link copied!