‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ডে অন-অ্যারাইভাল ভিসা পাবেন’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০১:১৫ এএম

‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ডে অন-অ্যারাইভাল ভিসা পাবেন’

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউক্রেন থেকে পোল্যান্ডে গেলে বাংলাদেশিরা ‘অন-অ্যারাইভাল ভিসা’ পাবেন বলেও তিনি জানেন। এ জন্য ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের যত দ্রুত পারা যায় পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহবান জানান  পররাষ্ট্র প্রতিমন্ত্রী।  

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোনো পক্ষের প্রতি সমর্থন নেই ঢাকার। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা।”

ইতালি ও জার্মানি থেকে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন উল্লেখ করে শাহরিয়ার আলম আরও বলেন, “ পোল্যান্ডে বাংলাদেশিদের দুই সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চার্টার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।”

তিনি বলেন, “ইউক্রেন সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে, তা বলার মতো সময় এখনো আসেনি।”রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলেও তিনি দাবি করেন।

Link copied!