জেলের জালে জড়ালো ৮০০ কেজি ওজনের মাছ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৭:৩৫ পিএম

জেলের জালে জড়ালো ৮০০ কেজি ওজনের মাছ

দেখতে শাপলা পাতার মতো গোলাকার। সামুদ্রিক এই মাছটির নাম শাপলা পাতা মাছ। ওজন ৮০০ কেজি। মাছটি কেটে কেজি প্রতি ৫০০ টাকা দরে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে এই দানবাকৃতির মাছ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এর আগেও শাপলাপাতা মাছ ধরা পড়লেও এটাই সবচেয়ে বেশি ওজনের মাছ।

স্থানীয় সূত্র জানায়,  রবিবার ভোরের দিকে গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে নাসির হাওলাদারের জালে শাপলা পাতা মাছটি ধরা পড়ে। তিনি ওই মাছটি গলাচিপার মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিনের কাছে পাইকারি দরে বিক্রি করেন। পরে শাহাবুদ্দিন মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

জেলে নাসির হাওলাদার গণমাধ্যমে বলেন, “মাছটি সাগর থেকে ট্রলারে তুলতে বেশ বেগ পেতে হয়েছে। মাছ ট্রলারে তোলার পর গলাচিপা নিয়ে আসি। মাছটির দামও মোটামুটি ভালো পেয়েছি।” 

মাছ ক্রেতা মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, “এত বড় শাপলাপাতা মাছ আগে কখনো দেখিনি। মাছটি আড়তে পৌঁছানের সঙ্গে সঙ্গেই অনেক উৎসুক জনতা এটি দেখতে ভিড় জমায়। পরে এটি কাটার কিছুক্ষনের মধ্যেই বিক্রি হয়েছে। তবে এত বড় মাছ কাটতে অনেক সময় লেগেছে।”  

মাছটি ধরা পড়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ী খুশী হলেও অসন্তুষ্ট হয়েছেন গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী। তিনি গণমাধ্যমে বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয় বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ। এই মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে এসব মাছের জন্য উপকূলীয় অঞ্চলে অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারতো।”

Link copied!