মহারাজা চন্দ্র মাণিক্য: প্রথম ভারতীয় সেলফি গ্রহণকারী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ১০:০২ এএম

মহারাজা চন্দ্র মাণিক্য: প্রথম ভারতীয় সেলফি গ্রহণকারী

সেলফির কথা আসলেই প্রথমে মনে আসে মোবাইল ফোনের কথা। বিশেষ করে ফোনের ফ্রন্ট ক্যামেরার কথা। তবে নিদেনপক্ষে ব্যাক ক্যামেরা তো লাগবেই। ফোন ছাড়া সেলফির কথা যেন ভাবাই যায় না। কিন্তু আজ থেকে প্রায় দেড়শ বছর আগে তো ফোন ছিল না। কিন্তু তখনও এক ভারতীয় এনালগ ক্যামেরা দিয়েই সেলফি নিয়েছিলেন।  

সেই ভারতীয় কে?

তিনি আর কেউ নন। আমাদের প্রতিবেশি ভারতীয় রাজ্য ত্রিপুরার তৎকালীন মহরাজা বীর চন্দ্র মাণিক্য।

১৮৮০ সালের দিকে মহারাজা বীর চন্দ্র মাণিক্য ভাবলেন, তার প্রিয়তমা মনমোহিনীর সঙ্গে একটি ছবি বাঁধাই করে রাখতে হবে। নিজেদের একান্ত ভালোবাসার স্মৃতিচিহ্ন রেখে যেতে হবে। সেই ভাবনা থেকেই মহারাজা বীর চন্দ্র মাণিক্য সেলফিটি নিয়েছিলেন।

১৮৪০ সালের দিকে প্রথম ক্যামেরা আবিষ্কৃত হলেও তা সবার জন্য সহজলভ্য ছিল না। ভারতে যে কয়টি ক্যামেরা এসেছিল তার সবকটিই ছিল ইউরোপীয়দের দখলে। ১৮৮০ সালের দিকে মাত্র দুইজন ভারতীয়র কাছে ব্যক্তিগত ক্যামেরা ছিল। তাদের একজন ত্রিপুরার মহাজারা বীর চন্দ্র মাণিক্য এবং অপরজন ইন্দোরের রাজা দীন দয়াল; যিনি আবার প্রিন্স অব ফটোগ্রাফার নামে পরিচিতি।

সেসময় এনালগ ক্যামেরা দিয়ে সেলফি তোলা অতো সহজ ছিল না। তার জন্য বেশ কসরত করে ক্যামেরা চালনার নতুন কৌশল আবিষ্কার করে তারপর তোলা গিয়েছিল সেই সেলফি।

মহারাজা চন্দ্র মাণিক্য এবং তার স্ত্রীর ছবিটি ভালো করে দেখুন। তার ডান হাত স্ত্রীর কাঁধের উপর থাকলেও বাম হাতটি দিয়ে একটা কিছু ধরে আছেন। সেটি আর কিছু নয়, ক্যামেরার শাটার টানা যায় এমন একটি লিভার। যা একটি শক্ত তার দিয়ে ক্যামেরার শাটারের সঙ্গে যুক্ত। ফলে বসে থেকেই ছবি তোলা গিয়েছিল।

গবেষকরা বলছেন, মহারাজার ফটোগ্রাফির দক্ষতা ছিল অসাধারণ। নিজের একটি স্টুডিও তিনি তৈরি করেছিলেন। ফটোগ্রাফিক প্লেটের ওপর ছবি ডেভেলপ করার কায়দাও তিনি জানতেন বেশ ভালোভাবেই।

তার প্রমাণ আমাদের সামনেই রয়েছে। মহারাজা এবং তার স্ত্রী মনোমোহিনীর ইতিহাস সৃষ্টি করা সেই সেলফি।

Link copied!