কথায় আছে মানুষ মাত্রই ভুল । কারন মানুষ বরাবর-ই ভুল করে থাকে । যেমন: ধরুন কাজের ব্যস্ততার জন্য স্ত্রীর জন্মদিন ভুলে যেতে পারেন। আবার প্রয়োজনীয় কোনো কাজ করতে ভুলে যেতে পারেন । এমনকি, মাঝরাতে টয়লেটে ফ্ল্যাশ দেওয়াটাও যদি অপরাধ হিসেবে ধরা হয়?
কি শুনতে খুব অবাক লাগছে, তাই না? অবাক লাগলেও বাস্তবে কিন্তু ঘটনাগুলো সত্যি। বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু আইন চালু রয়েছে, যা অদ্ভুত মনে হলেও এগুলো অমান্য করলে শাস্তির বিধানও রয়েছে। আর এসব বিচিত্র আইনগুলো হচ্ছে......
১.চুইংগাম চিবালেই গুনতে হবে জরিমানা:
সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া আইনত নিষিদ্ধ। ১৯৯২ সালে দেশটির সরকার চুইংগাম নিষিদ্ধ করে। সেখানে চুইংগাম চিবানো অবস্থায় কেউ ধরা পড়লে ৬ হাজার ডলার জরিমানা গুনতে হয়।
২.কুকুর পুষলেই হবে না, পর্যাপ্ত সময়ও দিতে হবে:
ইতালিতে তুরিন এলাকার বাসিন্দারা পোষা কুকুরকে নিয়ে সারাদিনে অন্তত তিনবার বাড়ি থেকে বাইরে না বের হলে ৬৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়। পোষা কুকুরকে রাস্তায় নিয়ে বের হলে খেয়াল রাখতে হয়, যেন তাদের কুকুর রাস্তায় মলত্যাগ না করে। এ রকম ঘটনা ঘটলে মালিক এ দায়িত্ব এড়িয়ে গেলে তখন মল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দোষী ধরা পড়লে জরিমানা হিসেবে গুনতে হয় ২৪০ আমেরিকান ডলার।
৩.লাইসেন্স ছাড়া ঘরের বাতি বদল করলে গুনতে হবে জরিমানা:
অস্ট্রেলিয়ায় ঘরের বাতি বদল করার জন্যও লাইসেন্স থাকার নিয়ম রয়েছে। দেশটির ভিক্টোরিয়া অঞ্চলের ইলেকট্রিক মিস্ত্রিদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্স না থাকলে কারও বাড়িতে নষ্ট হয়ে যাওয়া লাইট বা বাল্বও বদলাতে পারবেন না তারা।
৪.সেলফি তোলা যখন অপরাধ:
শ্রীলঙ্কার সাথে বৈাদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত। শ্রীলঙ্কায় বুদ্ধমূর্তির সাথে সেলফি নেওয়া যাবে না বলে আইন রয়েছে। এমনকি, শুধু বিশেষ কিছু ভঙ্গিতে দর্শনার্থীরা বুদ্ধমূর্তির সাথে ছবি তুলতে পারেন।
৫.গভীর রাতে টয়লেটে গেলেও করতে পারবেন না ফ্ল্যাশ: সুইজারল্যান্ডে শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন আইন রয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত কোনো সুইজারল্যান্ডবাসী টয়লেটে গেলে ফ্লাশ ব্যবহার করতে পারবেন না। কারন রাতে সামান্য এই ফ্লাশের শব্দটুকুও দূষণের আওতায় পড়ে।
৬.গাছে চড়লেই জরিমানা:
কানাডার ওশাওয়া এলাকার উদ্যানগুলোতে গাছে ওঠা একেবারেই নিষিদ্ধ। যদি কাউকে গাছে চড়তে দেখা যায়, তাহলে পুলিশ তাকে জরিমানা করে।
৭.রেডিও চ্যানেলে কোনো অনুষ্ঠানে গেলে হতে হবে অপরাধী:
কানাডায় রেডিও চ্যানেলে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে হলে তাতে অংশ নেওয়া শিল্পীদের ৩৫ শতাংশকে অবশ্যই কানাডার নাগরিক হতে হবে। যদি তা না হয় তবে সেটা অপরাধ হিসিবে গন্য হবে।
৮.আপনি কি স্ত্রীর জন্মদিনের কথা ভুলে গেলেন তাহলে এখানেও ফেসে গেলেন:
ওশিয়ানিয়ায় প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়াও আইনবিরোধী। কোনো বিবাহিত পুরুষ ভুলবশত স্ত্রীর জন্মদিন ভুলে গেলে ওই পুরুষকে কারাগারে পর্যন্ত যেতে হয়। জন্মদিনে শুভেচ্ছা না জানানোর কারনে স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন, তবে পুলিশ একদিনের জন্য হলেও স্বামীকে কারাগারে রাখে ।
৯.সেনাবাহিনীর জামার আদলে বানানো পোশাক পরা যাবে না:
সেনাবাহিনীতে এক বিশেষ প্রিন্টের পোশাক ব্যবহারের চল রয়েছে যা বনে-জঙ্গলে লুকোতে সাহায্য করে। আবার, ওই বিশেষ প্রিন্ট বা ক্যামোফ্লাজ ডিজাইনের পোশাক বাজারে বিক্রি হতে দেখা যায়, যা বিভিন্ন দেশের নাগরিকরাও নিজেদের ইচ্ছামতো পরতে পারেন। তবে এই পোশাক পরা নিয়েই আফ্রিকা-ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে আইন, সেখানে সেনাবাহিনীতে কর্মরত না হলে কেউ এ বিশেষ প্রিন্টের জামা পরতে পারবেন না। এ আইন অমান্য করার করনেই নির্দিষ্ট পরিমাণ জরিমানা আদায় করা হয়।
১০.শখের বশে কবুতরকে খাওয়ালেই জরিমানা:
ইতালির ভেনিস শহরের একটি দর্শনীয় স্থান হচ্ছে সেন্ট মার্ক স্কোয়ার। এ এলাকায় অসংখ্য কবুতর বাস করে। কিন্তু এখানকার স্মৃতিস্তম্ভের গায়ে কবুতর মলত্যাগ করলে সৌন্দর্য নষ্ট হবে। এ বিষয়টি মাথায় রেখে ইতালি সরকার ২০০৮ সালে একটি আইন জারি করে। সেই আইন অনুযায়ী, কবুতরদের কেউ কিছু খাওয়ালে তাদের কাছ থেকে ৭০০ ইউরো জরিমানা আদায় করা হবে।
১১.আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা-ওয়েব সিরিজ দেখলে জেল-জরিমানা: ওভার-দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। অনেক সময় খরচ বাঁচাতে বন্ধু কিংবা প্রিয়জনের অ্যাকাউন্ট ব্যবহার করে সিনেমা অথবা ওয়েব সিরিজ দেখেন অনেকেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এ কাজ করলে জরিমানার সম্মুখীন হতে হবে। দেশটির টেনেসি অঞ্চলে বসবাসকারীদের কেউ যদি ওটিটি প্ল্যাটফরমের পাসওয়ার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেন, তাহলে সে ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়। শুধু তা-ই নয়, যিনি এ পাসওয়ার্ড চেয়েছেন, তাকেও জরিমানা করা হয়। এমনকি, এ অপরাধে তাদের জেল পর্যন্ত হতে পারে।