তিন সন্তান গ্রহণে আইন পাশ চীনে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৬:১৮ পিএম

তিন সন্তান গ্রহণে আইন পাশ চীনে

তিন সন্তান গ্রহণে আইন পাশ বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ চীন। গত শুক্রবার (২০ আগস্ট) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক সভায় দেশটির জন্মহার বাড়াতে এই আইন পাশ করেন দেশটির আইনপ্রণেতারা। 

চলতি বছরের মে মাসে চীন ঘোষণা করেছিল, খুব শীঘ্রই চীনা দম্পতিরা তিনটি সন্তান নিতে পারবেন। আগস্টে এসে সেই ঘোষণা আইনে পরিণত হলো। এছাড়া আইনটি পাশের সঙ্গে সঙ্গে জন্মহার বাড়ানোর লক্ষ্যে আরো কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়া। এসব পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সন্তান লালন-পালনের ঝামেলা কমাতে বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান, পিতা-মাতার পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি বাড়ানো এবং নারী বান্ধব কর্ম পরিবেশ নিশ্চিত করা। নতুন আইনটিতে চাইল্ডকেয়ার সুবিধা বাড়ানোর নির্দেশও দেয়া হয়েছে।

একইসাথে, দেশটি এর আগে প্রচলিত ‘স্যোশাল মেইনটেন্যান্স ফি’ আইনটিও বাতিল করেছে। এই আইনের  আওতায় এর আগে কোন দম্পতি রাষ্ট্রীয় নীতির বাইরে অতিরিক্ত সন্তান গ্রহণ করলে তার জন্য জরিামানা প্রদান করতে হতো।

উল্লেখ্য, চীনের সাম্প্রতিক ‍শুমারি থেকে দেখা যায়, দেশটির জন্মহার ক্রম হ্রাসমান। এর আগে ২০১৬ সালে চীন সরকার তাদের এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি গ্রহণ করলেও পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা। চীনে সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধির কারণে অনেক দম্পতিই একাধিক সন্তান গ্রহণে ইচ্ছুক নন।

 

সূত্র: বিবিসি

Link copied!