রঙিলীর করুণ মৃত্যুতে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৫:৩৪ পিএম

রঙিলীর করুণ মৃত্যুতে তদন্ত শুরু

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি চিড়িয়াখানার একটি মাদী জিরাফের করুণ মৃত্যু হয়েছে। মাচানে গলা আটকে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে রঙিলী নামে ওই স্ত্রী জিরাফটির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চিড়িয়াখানা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, , বৃহস্পতিবার রাতে ঘাস খাওয়ার সময় রঙিলী নামে স্ত্রী জিরাফটির মাথা ও গলা কোনও ভাবে মাচানের কাঠামোয় আটকে গিয়েছিল। গলা বার করতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে চার বছর বয়সী জিরাফটি মারা যায়। শুক্রবার জিরাফটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আট বছর গুয়াহাটি চিড়িয়াখানা জিরাফহীন ছিল বলেও সংবাদমাধ্যমটি জানায়।

গুয়াহাটি চিড়িয়াখানায় দুই বছর আগে তিনটি জিরাফ আনা হয়েছিল। একটি পুরুষ জিরাফ আগেই মারা গেছে। বৃহস্পতিবার রাতে মারা গেল একমাত্র স্ত্রী জিরাফ। এখন কুলানন্দ নামে একটি পুরুষ জিরাফ রয়েছে চিড়িয়াখানায়।

চিড়িয়াখানার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অশ্বিনী কুমার জানান, “গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি সত্যি। কিন্তু ঠিক কী ভাবে এমনটা ঘটেছে, তা তদন্তের পরেই জানা যাবে।”

এদিকে, চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক রাজকুমার বৈশ্য জিরাফের মৃত্যুর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দায়ী করেছেন। চিড়িয়াখানার ভেতরের হাসপাতালের যন্ত্রপাতি বিকল দাবি করে তিনি বলেন, “সেখানে চিকিৎসকও সব সময় থাকেন না। বৃহস্পতিবার রাতে জিরাফটি গলায় ফাঁস আটকে নিশ্চয়ই অনেক ক্ষণ ছটফট করেছে। কিন্তু কোনও কিপার আশপাশে না থাকায় সে কষ্ট পেয়ে মারা গেল।”

Link copied!