৭ তারিখ জনগণ ভোট দিতে আসলে ইসির চেষ্টা সফল হবে: পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৮:৩২ পিএম

৭ তারিখ জনগণ ভোট দিতে আসলে ইসির চেষ্টা সফল হবে: পররাষ্ট্র সচিব

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিদেশি কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা সংশ্লিষ্টদের ব্যাখ্যায় সন্তুষ্ট কি না সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, এটাতো চেহারা দেখে বলা মুশকিল। তারা ইন্ডিভিজুয়ালি স্যাটিসফাইড কিনা এটা বলা মুশকিল। তবে ইলেকশন কমিশন যথাসাধ্য বোঝাতে সক্ষম হয়েছে। উনাদের পক্ষ থেকে আন্তরিকতার কোন ঘাটতি নাই। ৭ তারিখ যদি জনগণ ভোট দিতে আসে তাহলে উনাদের চেষ্টা সফল হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার হোটেল সোনারগাঁওয়ের পদ্ম ভবনে বিভিন্ন হাইকমিশন এবং দূতাবাস প্রধানদের নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‌কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেন, সর্বমোট ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা। এখন পর্যন্ত ৬০ জন পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক এক্রিডিটেশন পেয়েছেন। যাদের মধ্যে ১৭ জন এসে বৃহস্পতিবার পৌঁছেছেন এবং কাল শুক্রবারের মধ্যে সবাই এসে পৌঁছে যাবেন।

পর্যবেক্ষকরা কোথায় যাবে এ বিষয়ে পরররাষ্ট্র মন্ত্রণালয় কোন সাবজেক্ট আছে কিনা জানতে চাইলে সচিব বলেন,আমরা তাদেরকে বলতে পারিনা তারা যদি যেতে চায় যেখানে আমাদের এয়ারপোর্টগুলো আছে,সেসব জায়গায় তারা চাইলে যেতে পারে আমরা সহযোগিতা করব। তারা যেখানেই যাক আমরা শুধু সহযোগিতা করতে পারি।

তিনি বলেন, আর তারা যদি ঢাকার মধ্যে ইলেকশন অবজার্ভ করতে চায়, তাদের ঢাকার মধ্যে দুই ঘণ্টায় যেতে পারে বা দুই ঘণ্টায় আসতে পারে এরকম একটা রোড প্ল্যান আমরা দিতে পারি। এর মধ্যে তারা যদি বলে আমি নারায়ণগঞ্জ যাব,আমি গাজীপুর যাব, আমি দোহার যাব কিংবা আমি কুমিল্লা যাব,তখন আমরা তাদের বলতে পারি হ্যাঁ তুমি দুই ঘণ্টার মধ্যে যেতে পারবে। এই বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র সচিব আরও বলেন,  পাঁচ বছর পর পর ইলেকশন হয়, এমন একটা সুযোগ সব সময় সব দেশের রাষ্ট্রদূতের হয় না। আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম, সুযোগ আসেনি। যেহেতু তারা সুযোগ পেয়েছে এই সুযোগটাকে তারা যেন ভালোমতো ব্যবহার করে।

মাসুদ বিন মোমেন আরও জানান, বিদেশি পর্যবেক্ষকদের সহযোগিতার জন্য একটা অফিস খোলা হয়েছে। সেখান থেকে আপডেট দেওয়া হবে।

কতজন রাষ্ট্রদূত বা কূটনৈতিক এসেছেন এমন প্রশ্নের মাসুদ বিন মোমেন বলেন, আমরা তো সবাইকে দাওয়াত করেছি,এক্সাক্ট সংখ্যাটা বলতে পারব না তবে পঞ্চাশের অধিক দেশের প্রতিনিধিরা এসেছিলেন আজকের বৈঠকে।

Link copied!