দেশ বেচেও আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:১১ পিএম

দেশ বেচেও আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

দেশ বেচেও আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার, ১৭ ফেব্রুয়ারি লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বক্তাদের কথার সূত্র ধরে ফখরুল বলেন, ‘আজকে একদিকে যখন তারা (ভারত) সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সেই পানির তোড়ে আমাদের ঘর-বাড়ি, গ্রাম, ধানের খেত সব ভেসে যায়। আবার যখন বন্ধ করে দেয়, তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। তিস্তাপাড়ের মানুষের দুঃখ আর যায় না।’

তিনি বলেন, ‘বহু আগে থেকে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার এলো, প্রথম দিকে সবাই ভাবলো যে, ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পাই (পেয়ে) যাবেলবডঙ্কা! ১৫ বছরে বাংলাদেশটাকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই।’

‘শুধু তিস্তা নয়, ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে এসেছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন-জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলেরা মাছ ধরতে পারেন না। প্রত্যেকটা মানুষকে আজকে এই কষ্টের মধ্যে পড়তে হয়েছে,’ যোগ করেন তিনি।

এই আন্দোলন বিএনপি শেষ পর্যন্ত নিয়ে যাবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

Link copied!